আচ্ছা, মানুষ কি আসলেই একা? আমার মাঝে মাঝে মনে হয় তার একা হবারই কথা। কেননা তার চিন্তায় আর কেও ঢুকতে পারেনা। ভাবনার দুনিয়ায় সে আসলেই একা। তার ভাবনাটা অন্য কেও ভেবে দিতে পারেনা। চার পাশে অনেক মানুষ থাকলেও চোখ বন্ধ করলে আর কাউকেই দেখা যায়না।
এক সময় হয়তো পুরু ব্রেইনটাকে একটা কম্পিউটারে সেভ করে রাখা যাবে বা লিংক করা যাবে। প্রফেসর মিচিও কাকো এমনটাই বলেছেন উনার The Future of Humanity বইটিতে।
আমি ধরে নিচ্ছি মানুষের মন ব্রেইনে বসবাস করে। যদি লিংক করা সম্ভব হয় শেষ পর্যন্ত তবে কিন্তু দারুন হবে। আপনার মাথায়, এই ধরুন, আপনার দেশের সরকার, পুলিশ, আপনার ছেলে পুলে, বউ বা স্বামী এরা যখন চাইবে ঢুকে যাবে। তখনও কি মানুষ একা থাকবে ? মনে হয়না, কারণ যখন স্বকীয়তা বলে কিছু থাকবেনা তখন আবার একাকিত্ব কি জিনিস? এতে কিন্তু সুবিধা আর বিপত্তি দুটোই হবে বলে আমার মনে হয়।
যেমন আপনি জানতে পারবেন আপনার বোবা বাচ্চাটা আসলে কি ভাবছে কিন্তু বলতে পারছেনা, বা আপনার দুষ্ট ছেলে টের পেয়ে গেছে আপনি আপনার সম্পদ বা ব্যাংকের টাকা নিয়ে কি পরিকল্পনা করছেন। অথবা আপনার বউ জেনে যাচ্ছে আপনি মনে মনে কাকে নিয়ে ফ্যান্টাসি করছেন, আর আপনি জেনে যাবেন আপনি অফিসে আসার পর আপনার বউ কাকে নিয়ে কবিতা লিখছে আর সেগুলো চুলোয় পুড়িয়ে ফেলছে, হয়তো আপনিই সেই জন শুধু আগে জানতেন না। পুলিশ জেনে যাবে চোর কোথায় আর চোর জানবে পুলিশ কতদূর। সরকার জানবে আপনি এর পর আর কোন কোন দেশে টাকা পাঁচার করার কথা ভাবছেন। আহারে! সেদিন কত কিছুইনা সম্ভব হবে তাই না?



Leave a reply to Shahed Cancel reply