২০০৬ সালে চুয়েট ছাত্রদের ম্যাগাজিন “বহ্নি” তে প্রকাশিত। এটা লেখার প্রেক্ষাপট ছিল যে ওই সময়ে কলেজ (ক্লাস ১১-১২) পড়ুয়া আমার মনে ভার্সিটি মানে ছিল বিশাল কিছু, তাও আবার প্রকৌশল ভার্সিটি। লেখাপড়ার দিক থেকে যেমন বিশাল কিছু হবে তেমনি বিশাল কিছু হবে ক্যাম্পাস অবকাঠামো এবং অন্যান্য বিষয়াদি যেগুলো কলেজে অপ্রতুল, যেমন প্রেম করার স্বাধীনতা । চুয়েটে ভর্তি হবার কয়েক মাসের মধ্যে এটা লিখতে বাধ্য হয়েছিলাম। তবে ভার্সিটি মানে মোটেও সামান্য কিছু না। এটা বিশাল কিছু না হলেও বিশেষ কিছু। [২০২৫]





Leave a comment