আমায় যা ভাবো আমি তা না
আমি যা তা আমায় ভাবোনা
আমি মানুষ আমায় চেনা সহজ না।
শরীরে আমার লক্ষ বছরের বিবর্তন
মস্তিষ্কে আমার কোটি কোটি সংযোজন
মরি তবু ফিরে পাই আমার জীবন।
সৃষ্টিতে গর্ব আবার ধ্বংসেই আমার তৃপ্তি
কেমিলিয়নের ভাই আমি, আমি মানুষ বহুরুপী
আমিই ফেরেস্তা আমিই জন্তু, আমি মহাপাপী।
লক্ষ জনের বসতবাড়ী আমার ভিতরে
স্বর্গে আমার বসতি সেখানেই যাবো ফিরে
পৃথিবীতে ক্লান্ত হলাম সারাটা পথ ঘুরে।
মনটা ভরা আবেগ আমার প্রাণটা প্রেমে পূর্ণ
দুঃখ কষ্টে জর্জরিত বুঝিনা জীবনের মর্ম
সার্থক হোক সবার জীবন মানবতাই হোক ধর্ম।



Leave a reply to Subrata Mukherjee Cancel reply