আম্বরখানা

বহুদূর চলে এসেছে ট্রেনখানা 

বুঝতেও লেগেছে অনেক সময় 

নতুন নতুন স্টেশনে থামছে ট্রেনখানা

আর আস্তে আস্তে মনে করিয়ে দিচ্ছে 

কি এনেছি সাথে আর কি রয়ে গেছে 

আম্বরখানা। 

***

আমার মনে হলো লেখাটায় আমি আসলে কি বলতে চেয়েছি তা খোলাসা করা দরকার। ব্যাপারটা এরকম – বুঝে উঠার আগেই জীবনটা অনেকদূর চলে এসেছে। জীবনে নতুন নতুন সংগ্রাম, পরিস্থিতি হাজির হচ্ছে। এগুলো মানুষের মত করে মোকাবেলা করার জন্য অনেক মানসিক সরঞ্জাম প্রয়োজন। জীবন বার বার মনে করিয়ে দিচ্ছে, প্রয়োজনীয় কি সরঞ্জাম আমার কাছে আছে আর কি কি মায়েরকোলে ফেলে এসেছি।

আমার বাসার সামনে থেকে সূর্যাস্তের ছবিটা তুলেছি। এই ছবি ব্যবহারের মানে হলো, সারা দিন শেষে সূর্যটা অস্ত যাচ্ছে, এর ব্যতিক্রম সম্ভব না। সূর্যটার সাথে জীবনের তুলনা করা যেতে পারে।

2 responses to “আম্বরখানা”

  1. সিলেটের “আম্বরখানা” দিয়ে নিয়মিত আসা যাওয়া করতাম কিন্তু শব্দটার মানে কখনো জানা হয়নি। সম্ভবত আজকেই প্রথম এই শব্দের অর্থবোধক কোনো ব্যবহার দেখলাম।

    Like

    1. বাংলায় আম্বরখানা শব্দের একটা অর্থ গুদাম বা ওয়্যারহাউস যেখান থেকে সকল জিনিস বাইরে আসে। আমার লেখায় আম্বরখানা মানে মায়েরকোল, ট্রেন মানে জীবন, আর স্টেশন মানে বিভিন্ন পরিস্থিতি। আপনার অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।

      Like

Leave a comment