আজ লেখকের মন ভীষণ খারাপ। তার চোখ বেয়ে শুধু ঝর ঝর করে অশ্রু ঝরছে। তার কলম শুকিয়ে গেছে, উনি একটি শব্দও বের করতে পারছেন না। এটা লেখকের জন্য স্বাভাবিক কোন দিন না। পাশের বাসার বারান্দায় যখন লাল ঠুটের পাখিটা খেলা করতো তখন চাইলেও লেখক তার কলম থামাতে পারতেন না। অনেক গল্প, কবিতা, ও গান খুব অল্প সময়েই উনার কলম দিয়ে বেরিয়ে আসতো।
খাঁচায় আবদ্ধ পাখিটা মুক্ত মনে উড়ে বেড়ানোর প্রত্যয়ে তার ডানা গুলো মেলে দিতো। এটা লেখকের জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। কিন্তু লেখক আজ জানতে পেরেছেন পাশের বাসার লোকগুলো বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে। লাল ঠুটের পাখিটাও তাদের সাথে চলে যেতে বাধ্য হয়েছে কারণ সে তাদের খাঁচার পাখি। তাই আজ লেখকের কলম যেন থেমে গেছে, আছে শুধু দুচোখ ভরা জল। কারণ একজন লেখকের কলম শুকিয়ে যাওয়া মানে লেখক স্বত্বার মৃত্যু। আর এ মৃত্যুকে তিনি মেনে নিতে পারছেন না।



Leave a comment