(also on prothomalo.com on February 14, 2022)
বাদলদিনে কোনো এক নির্জনে
হৃদয়ের প্রয়োজনে সামান্য আয়োজনে
ভালোবাসা দেখেছিলাম ওই দুটি চোখের কোণে।
চোখের কোণে জমে থাকা ভালোবাসা
যেন এক নির্বাক জিজ্ঞাসা
কোথায় চলেছি আমরা, পাব কি ঠিকানা,
নাকি পদ্মপাতার পানির মতোই ক্ষণিকের এক বাসনা।
মনে ছিল সংশয় ভালোবাসার অপচয়,
নাকি মনের শত অনুনয়
ঘটাতে পারবে পরিণয়!
বৃষ্টিভেজা ভালোবাসা
জন্ম দিয়েছিল মনে আশা
একদিন ভালোবাসা পাবে এক নতুন বাসা।



Leave a comment