মনের বাড়ি 

(Also on prothomalo.com)

আমার মনের বাড়ি মেঘের উপরে 
তাই  মনের আকাশে কখনো মেঘ জমেনা 
মেঘহীন আকাশ থেকে কখনো বৃষ্টি পড়েনা। 

মেঘের সাথে মনের আঁতাত আমি সূত্রহীন 
ভালো হতো যদি মনটাকে করা যেতো বন্দী
মেঘের সাথে মনের কখনো হতোনা সন্ধি।   

মনের বাড়ির শক্ত দেয়াল অরক্ষিত দরজা 
ভেতরে ফুলের বাগান প্রেমে সিক্ত বাতাস 
অনুপ্রবেশ ঘটতে পারে একটু পেলেই  আভাস। 

Leave a comment