এখানেও রাত আসে নিয়ে আসে অন্ধকার কালো
দিন আসে তবে নেই দিনের আলো
জীবন থমকে গেছে, আছে চেনা পথ অচেনা গন্তব্য।
যুদ্ধ শুরু হয়েছে, এ লড়াই অস্তিত্বের
কে জিতবে, মানুষ না জগতের অন্য এক প্রাণী?
বাঁচার অধিকার বেশী কার, মানুষ নাকি তার?
অবুঝ প্রকৃতি মেতেছে এ কেমন প্রতিশোধে !
নতুন পাতা নতুন ফুল খেলছে নতুন মুক্তির স্বাদে
কে দেখবে এসব, যদি না দাও ঘর থেকে বের হতে?



Leave a comment