[Also published on prothomalo.com on January 27, 2019. My apologies to anyone who cannot read it. It’s written in Bangla.]
প্রিয় জন্মভূমি
শৈশব কৈশোর করেছি পার মাগো তোমার কোলে,
কষ্টে আমার বুক ফেটে যায় থাকতে তোমায় ভুলে।
তোমার বুকে আছড়ে পড়ে পদ্মা মেঘনা যমুনা,
আমার চোখে হাজারো পদ্মা সেটা কী তোমার জানা?
ওগো জন্মভূমি ওগো জন্মভূমি করবে কী আমায় ক্ষমা?
দিয়েছ অনেক নিয়েছি অনেক কিছুই দিইনি জমা।
তোমার উঠোনে কোকিল ডাকে জোছনা করে খেলা,
কবে যাব তোমাতে ফিরে যায় যে আমার বেলা!
জীবিকার কাছে জিম্মি আমি বেদনায় বুকটা সিক্ত,
হৃদয় ভরা তোমার স্মৃতি তবুও যে আমি রিক্ত।
তোমার প্রহরায় আছে শত বীর ভয় কভু না করো,
আমি নেই আছে অক্ষমতা মার্জনা আমায় করো।
***



Leave a comment